ইউবিআইয়ের প্রথম কোয়াটারের ফলাফল ঘোষণা

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : মঙ্গলবার ৩০শে জুলাই ইউবিআই-এর প্রথম কোয়ার্টারের ফলাফল ঘোষণা করলেন ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও অশোক কুমার প্রধান ফলাফল অনুসারে ইউবিআইয়ের প্রথম কোয়ার্টারে লাভ হয়েছে 10499 কোটি টাকা তিনি আরও বলেন আগামী কোয়ার্টারে প্রস এন পিএ বৃদ্ধি পাবে. ইনকাম রেসিও বেড়েছে ৪৯.৬৭ শতাংশ এবারে ব্যবসার টার্গেট ২২০ কোটি টাকা.প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অশোক কুমার প্রধান এমডি অশ্বিনী কুমার ঝা সঞ্জয় কুমার ও অভিজিৎ কুমার দাস এক্সিকিউটিভ ডাইরেক্টর.

