উদীয়মান প্রযুক্তিক্ষেত্রের জন্য এমবিএ/পিজিডিএম কোর্সে এডব্লিউএস এডুকেট ক্লাউড কম্পিউটিং পাঠ্যসূচি নিয়ে আসছে এএসএম গ্রুপ অফ ইনস্টিটিউটস

নিজস্ব সংবাদদাতা খবর ২৪:কোলকাতা মঙ্গলবার, দ্য এএসএম গ্রুপ অফ ইনস্টিটিউটস ঘোষণা করল যে তারা অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) এডুকেট কম্পিউটিং পাঠ্যসূচি থেকে তাদের মূল ধারার কলেজগুলির সিলেবাসে বিষয় হিসাবে ক্লাউড কম্পিউটিংকে যুক্ত করবে। এর লক্ষ্য হল, পরবর্তী প্রজন্মের ক্লাউড প্রফেশনাল তৈরি করা। এডব্লিউএস এডুকেট থেকে বিষয় হিসাবে ক্লাউড কম্পিউটিং কনটেন্ট যুক্ত করা হবে ইমার্জিং টেকনোলজিতে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (পিজিডিএম) কোর্সে। এএসএম গ্রুপ অফ ইনস্টিটিউটস-এ এই বিষয়টি পড়ানো শুরু করবে আগস্ট ২০২০ থেকে।অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) দু বছরের এমবিএ /পিজিডিএম কোর্সে সম্মতি দিয়েছে। নতুন নতুন প্রযুক্তির অন্তর্গত অত্যাধুনিক, যুগোপযোগী দক্ষতা, বাজারে যেগুলির চাহিদা রয়েছে, সেগুলি অর্জনে ছাত্রছাত্রীদের সাহায্য করে এই অনন্য পাঠক্রম। এসবের মধ্যে পড়ে ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), বিগ ডেটা এবং ডেটা সায়েন্স। এখনকার ম্যানেজারদের শিল্পের বৃহত্তর চিত্রটা বুঝতে হয় এবং শিল্পের সাম্প্রতিকতম প্রবণতা ও প্রযুক্তির জ্ঞান থাকতে হয় এবং এই জ্ঞান কাজে লাগিয়ে কর্মীদের পরিচালনা করার কাজ থেকে তাঁদের প্রযুক্তি পরিচালনার কাজে দক্ষতা অর্জন করতে হয়। সাদামাটা ধরনের ম্যানেজমেন্ট প্রোগ্রামের বদলে, এই নতুন পাঠ্যক্রম তৈরি করতে চায় এমন সব ডিজিটাল ম্যানেজার যাদের চাকরি দেওয়া যেতে পারে এবং যাঁরা সংশ্লিষ্ট শিল্পের উপযোগী। এই সব ম্যানেজারদের ক্লাউড প্র্যাকটিশনার, ক্লাউড অ্যাসোসিয়েট,  ডেটা অ্যানালিস্ট, এইচআর অ্যানালিস্ট, এম এল সায়েন্টিটস্ট, ক্লাউড সেলস, ক্লাউড ইঞ্জিনিয়ার, নেটওয়ার্কিং স্পেশালিস্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এজাইল ডেভেলপার, প্রোজেক্ট ম্যানেজার  এবং এই ধরনের আরও কাজে যোগ্য ভূমিকা পালন করতে হবে। এখনকার ডিজিটাল রূপান্তরের যুগে এসব কাজের চাহিদা বেশী।এই পাঠ্যক্রম এডব্লিউএস এডুকেটের ক্লাউড পাঠ্যসূচি শেখার সুযোগ করে দেয়। একই সঙ্গে বিশেষ ম্যানেজমেন্ট কোর্স করা যায় হার্ভার্ড বিজনেস পাবলিশিং এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএমবিএক্স) থেকে। আইআইএম বেঙ্গালুরুর বিখ্যাত অধ্যাপকেরা এই পাঠ্যক্রমে ইন্টারঅ্যাকটিভ ভার্চুয়াল ক্লাসরুম ও লাইভ সেশনে অংশ নেন।এডব্লিউএসের সঙ্গে সহযোগিতার বিষয়ে এএসএম গ্রুপ অফ ইনস্টিটিউটস-এর চেয়ারম্যান ডক্টর সন্দীপ পচপাণ্ডে বলেন,‘ডিজিটাল রূপান্তর বিশ্বজুড়েই বিভিন্ন সংগঠনের দ্রুত পরিবর্তন এনে ফেলেছে। এর জেরে দক্ষ ক্লাউড পেশাজীবীদের জন্য বিশাল চাহিদা তৈরি হয়েছে। এই বাড়তি চাহিদা মেটানোর লক্ষ্যে, এএসএম অ্যামাজন ওয়েব সার্ভিসের (এডব্লিউএস) সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। এই সংস্থার সঙ্গে মিলে এএসএম চালু করছে ম্যানেজমেন্টে ভারতের সর্বপ্রথম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাঠক্রম যেখানে এডব্লিউএস এডুকেট ক্লাউড কারিকুলামকে যুক্ত করা হয়েছে। নতুন এই পদ্ধতিতে আমরা ছাত্রছাত্রীদের ক্লাউড কম্পিউটিংয়ে দক্ষ করে তুলব। এই দক্ষতা হবে বিশ্বমানের উপযোগী। এতে বাস্তব জগতের প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করা হবে। এর জেরে তৈরি হবে সংশ্লিষ্ট শিল্পে কাজের জন্য তৈরি দক্ষ টেকনো-ম্যানেজমেন্ট প্রফেশনাল।