পুজোর সময় হচ্ছে না ইউজিসি NET, পরীক্ষা সূচি বদল কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: অবশেষে রাজ্যের আবেদন মানল কেন্দ্র ৷ দুর্গাপুজোর সময় এরাজ্যে হবে না কোনও NET পরীক্ষা ৷ পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ একইসঙ্গে এও জানিয়েছেন পরীক্ষার পরিবর্তিত সূচি তৈরি করে তা পরে জানিয়ে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷এ বছর করোনা মহামারীর কারণে বাকি পরীক্ষাগুলির মতোই পিছিয়ে যায় নেট পরীক্ষাও ৷ শেষ জারি হওয়া পরীক্ষা সূচি অনুযায়ী ২১, ২২ ও ২৩ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীতে নেট পরীক্ষা হওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র ৷ দুর্গাপুজোর সময় পরীক্ষা নিয়ে রাজ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ৷ পুজোর মধ্যে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন ফেলা নিয়ে সরব হয় রাজ্যের শাসক দল তৃণমূল ৷ UGC-NET 2020 পরীক্ষার সূচি পরিবর্তনের আর্জি নিয়ে NTA-এ কে চিঠি দেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷বিষয়টি নিয়ে ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ অভিষেক বন্দ্যেপাধ্যায়ও ৷ তিনি লেখেন, এ রাজ্যের মানুষের আবেগ এবং সংস্কৃতির সঙ্গে কেন্দ্রের কোনও যোগ নেই। বাঙালির আবেগকে মর্যাদা দেয় না তারা ৷ তাই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর সময় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে পেরেছে কেন্দ্র।সোমবার দুর্গাপুজোর সময় রাজ্যে নেট পরীক্ষা না রাখার আর্জি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে দেখা করে কথা বলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী ৷ আলোচনার শেষে দিনেশ ত্রিবেদী জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অনুরোধ মেনে নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন পুজোর সময় নেট পরীক্ষা নেওয়া হবে না ৷ একইসঙ্গে তৃণমূল সাংসদের দাবি অনুযায়ী, শিক্ষামন্ত্রী জানিয়েছেন ওই তিন দিনের নেট পরীক্ষা পুজোর পরে হবে ৷ নতুন সূচি তৈরি করে তা জানিয়ে দেবে NTA ৷সম্প্রতি দুর্গাপুজোর সময় পরীক্ষার বিষয়টি নিয়ে ট্যুইট করেছিসেন যুব তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দেরিতে হলেও রাজ্যের আবেদন কেন্দ্র মেনে নিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তার মতে দুর্গাপুজোর সময় বাঙালি পড়ুয়ারা পরীক্ষা দিতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করেন না ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর নেট পরীক্ষা পিছিয়ে দেওয়া নিয়ে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী আশ্বস্ত করলেও এখনও এনিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কেন্দ্র ৷