“আমাদের অনূর্ধ্ব ১৯ দলের থেকে শেখা উচিত”, বললেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক Mominul Haque

নিজস সংবাদদাতা : রাওয়ালপিণ্ডি, পাকিস্তান: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে গিয়ে মুখ খুললেন বাংলাদেশ সিনিয়র দলের (Bangladesh Cricket Team) টেস্ট অধিনায়ক মমিনুল হক। নিজের দলের ক্রিকেটারদের প্রতি তাঁর (Mominul Haque) বার্তা, বাংলাদেশের অনূর্ধ্ব -১৯ দলের থেকে শেখা উচিত সিনিয়র দলের। গত রবিবারই অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে (U-19 World Cup) ভারতকে ৩ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ (Bangladesh U19)। “আপনি যদি কিছু শিখতে চান তবে আপনি আপনার জুনিয়র বা যে কারও থেকেই শিখতে পারেন। কীভাবে ভাল ফল পাওয়া যেতে পারে সে সম্পর্কে ওরা আমাদের কিছু পরামর্শ দিতে পারে। ওরা সত্যিই মাটি কামড়ে লড়াই করেছিল এবং আমাদের ওদের কাছ থেকে শেখা উচিত। আমাদের এটা অবশ্যই শিখতে হবে যে কীভাবে আরও ভাল ফল করা যায়, কীভাবে আত্মবিশ্বাস আরও বাড়ানো যায়”, বলেন বাংলাদেশের জাতীয় টেস্ট দলের অধিনায়ক।প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস এবং ৪৪ রানে হেরে যায় বাংলাদেশ। সেই হারের বিষয়ে বলতে গিয়েই অধিনায়ক হক বলেন, কথায় কথায় এক অপরকে দোষ না দিয়ে আরও ভালো পারফরম্যান্স কীভাবে দেওয়া যায়, কীভাবে দলের উন্নতি করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা করা প্রয়োজন।প্রথম বিশ্বজয়ের পরে উল্লাস বাংলাদেশের, অভিযোগ ভারতীয়দের সঙ্গে ধাক্কাধাক্কিরওই টেস্ট ম্যাচটিতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ, শুধুমাত্র মহম্মদ মিঠুনের একটি অর্ধশতরান ছাড়া আর কোনও বাংলাদেশি ব্যাটসম্যানই বলার মতো রান করতে পারেননি।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও শোচনীয় অবস্থা হয় বাংলাদেশ ক্রিকেট দলের। কেননা সেই সময় পাক বোলার নাসিম শাহ আগুন ঝরাচ্ছিলেন। বল হাতে হ্যাটট্রিক করেন পাকিস্তানের ওই বোলার, বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৬৮ রানে।
U19 World পেল নতুন চাম্পিয়ন, বাংলাদেশের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়
বাংলাদেশের জাতীয় টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক বলেন, “ঘরোয়া সিরিজে প্রতিটি দলই খুব ভাল খেলে। ওরা আমাদের শক্তি ঠিক কোথায় তা জানতো আর সেই অনুযায়ী ওরা খুব ভাল বোলিং করেছে। ওরা খুব কঠোর পরিশ্রম করেছে এবং আমাদের কাছে এটা হতাশার কারণ যে আমরা একটিও ১০০ রানের পার্টনারশিপ গড়তে পারিনি।””আমি মনে করি আপনি যদি ৩০ বা ৩৫ রানের মধ্যেই আউট হয়ে যান তবে বড় রান করা খুব কঠিন হয়ে যায়, কারণ সেভাবে ভাল পার্টনারশিপ গড়া যায় না। আমরা গত ৮ বা ৯টি টেস্ট ম্যাচ হেরেছি এবং আমাদের এখান থেকে যেভাবে হোক বেরিয়ে আসতে হবে”, বলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।