“হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি” থাকলে এমন হয়, প্রধানমন্ত্রীকে কংগ্রেসের কটাক্ষ

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়া দিল্লি: নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে ৬ মাস ধরে গ্রেফতার করে রাখার ঘটনার ন্যায্যতা প্রমাণ করার জন্য একটি “ব্যঙ্গাত্মক ওয়েবসাইট” থেকে নিজের ভাষণ তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কটাক্ষ করল কংগ্রেস। বৃহস্পতিবারই সংসদে কাশ্মীরের ওই রাজনীতিবিদকে (Omar Abdullah) নিয়ে একটি বিবৃতি দেন প্রধানমন্ত্রী (Narendra Modi), আর সেই বিবৃতিকেই রীতিমতো উপহাস করলো বিরোধী দল (Congress)। এদিকে ওমর আবদুল্লার দল জানিয়েছে, ন্যাশনাল কনফারেন্সের নেতা কখনোই বলেননি যে ওই রাজ্যের বিশেষ মর্যাদাকে বাতিল করা হলে “এমন একটি ভূমিকম্প হবে যা কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেবে”।

