দেশ জুড়েই খুলছে স্কুল, কী কী নিয়ম অবশ্য পালনীয় জানুন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: কেন্দ্রের আনলক 5.0 গাইডলাইন অনুযায়ী ১৫ অক্টোবরের পর থেকেই খুলে যাচ্ছে স্কুল। রাজ্যগুলি এক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে। যেসব রাজ্য স্কুল খুলতে ইচ্ছুক, তাদের জন্য একটি গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কেমন ভাবে খুলবে স্কুল, কী নিয়ম মানতে হবে, জানুন মূল নির্দেশগুলি-স্কুলের প্রতিটি সরঞ্জাম, আসবাব, টয়লেট জীবানুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। স্কুলে মুক্ত বাতাস আসা যাওয়ার জন্য খোলামেলা পরিসর থাকা চাই।প্রতিটি স্কুলে আলাদা করে সাপোর্ট টিম গড়তে হবে। সেখানে থাকবেন হাইজিন ইনস্পেকটর, ইমার্জেন্সি সাপোর্ট টিম ইত্যাদি নানা পদাধিকারি। আশু সংকট মোকাবিলার ব্যবস্থা থাকা চাই।ছাত্র নিরাপত্তার কথাই অগ্রাধিকারে রেখে প্রতিটি রাজ্য নিজস্ব গাইডলাইন তৈরি করতে পারে। তবে স্কুলে মাস্ক পরে আসা বাধ্যতামূলক। ল্যাবোরেটারিতে দল বেধে কাজ করার বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে।ছোটদের ক্লাস শুরু করার জন্য চাই বাবা মায়ের অনুমতি। যারা বাড়ি থেকে ক্লাস করতে চায় করতে পারে প্রতিটি শিক্ষাঙ্গনে নানা ধরনের ডিসপ্লে বসাতে হবে যেখানে সামাজিক দূরত্ববিধির পাঠ দেওয়া হবে।শিক্ষাবর্ষের হিসেব বদলাচ্ছে। বদলাবে পরীক্ষার নির্ঘণ্টও। ছাত্রদের সকলকে নতুন বছরের টেক্সট বই দিতে হবে। দেখতে হবে তাদের জন্য যেন হেলথ ক্যাম্প আয়োজিত হয় স্কুলেই। ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিবরণ থাকতে হবে স্কুল কর্তৃপক্ষের কাছে।ছাত্রছাত্রীর পুষ্টির কথা ভেবে মিড-ডে মিলে গরম খাবার দিতে হবে।