উপস্থিতি

অনুপ কুমার বর্ধন

শম্পা–
তুমি ছড়িয়ে আছো সমস্ত সত্ত্বায়
বারংবার অনুভবে তোমার স্পর্শ পাই।
কখনো উদাস মনে লিখি কবিতা
তোমার উদ্দেশ্যে কখনো প্রলাপ বকে যাই।

আজ তোমার উপস্থিতি অনুভব করছি
ঘরের আলোটা নিভিয়ে দাও,
তুমি আমার কাছে আছো ভেবে
বাকি রাতটুকু অন্ধকারে থাকতে দাও।