উত্তরপ্রদেশে দলিত কিশোরীকে শারীরিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে সভা বেহালায় হলো চোদ্দনম্বর বাসস্ট্যান্ডে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪:  সম্প্রতি উত্তরপ্রদেশে দলিত কিশোরীকে শারীরিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে সভা বেহালায় হলো চোদ্দনম্বর বাসস্ট্যান্ডে। এই ঘটনার সংবাদ সংগ্ৰহ করতে যাওয়া সংবাদ মাধ্যমকে স্বাধীন ভাবে কাজ করতে বাধা দেওয়া হয়। সরকার সাংবাদিক দের কাজে বলপূর্বক বাধা দেয়। সংবাদ মাধ্যমের কাজে হস্তক্ষেপ করা হয়। এর প্রতিবাদে আজ সন্ধ্যায় কলকাতা সহ দক্ষিণ শহরতলীর সাংবাদিক বৃন্দের পক্ষ হতে বেহালা চোদ্দ নম্বর বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। দলিত কিশোরীর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকেরা কিশোরী হত্যা ও সংবাদ মাধ্যমের কাজে হস্তক্ষেপ করার প্রতিবাদে সোচ্চার হন।উপস্থিত জগদীশ যাদব,সেখ সাইফুদ্দিন , চন্দন ব্যানার্জী , ফিরোজ আলম,এম বি জিলানি সুদীপ দাস সন্দীপ প্রামানিক, সমীর মন্ডল, রমেশ রায়, দেবাশীষ ভট্টাচার্য্য সহ অন্যান্য সাংবাদিক বন্ধুরা।