আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, জোর বৃষ্টি উত্তরবঙ্গেও

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামিকাল থেকে আদ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে।মৌসুমী অক্ষরেখা মোজাফফরপুর থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই কারনে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হবে সিকিম, অসম মেঘালয়-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে আদ্রতাজনিত অস্বস্তি চরমে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। পূর্ব-মধ্য আরব সাগরে এই নিম্নচাপের অবস্থান। কর্ণাটক উপকূলে এই নিম্নচাপের প্রভাব পড়বে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা রয়েছে অমৃতসর, বরেলি, গোরখপুর, মোজাফফরপুর, জলপাইগুড়ি, অসম-নাগাল্যান্ডের উপর। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, অসম ও উত্তরপ্রদেশের উপর।এই সিস্টেম গুলির প্রভাবে আগামী চার-পাঁচদিন কর্ণাটক উপকূল, কেরল, মাহে কঙ্কন ও গোয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আজ, মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কেরল ও মাহেতে। ভারী বৃষ্টি হবে উত্তর প্রদেশ, উত্তরবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম আর মেঘালয় এ।