ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দোষর আদ্রতা জনিত অস্বস্তি। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর। এর জেরেই বাতাসে জলীয় বাষ্প বাড়ছে, চরমে উঠেছে আদ্রতা জনিত অস্বস্তি। বঙ্গোপসাগরে রবিবার নাগাদ তৈরি হবে নতুন করে নিম্নচাপ।উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।রবিবার নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর তৈরি হবে নিম্নচাপ। অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। এর ফলে রবিবার থেকে বৃষ্টি বাড়বে ওড়িশা, অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানায়। ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভা মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, বরেলি,বারাণসী, পুরুলিয়া, খড়গপুর এর উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অফশোর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে লক্ষদ্বীপ পর্যন্ত। ঘূর্ণাবর্ত রয়েছে কর্ণাটক উপকূল অসম ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর।এই সিস্টেম গুলির প্রভাবে আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং উত্তরবঙ্গ সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার থেকে ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ও উড়িষ্যা উপকূলে। ভারী বৃষ্টি কর্ণাটক কেরালা ও মাহে তে।আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিম, ওড়িশা, আন্দামান ও নিকোবর, কেরল, অসম, মেঘালয়, কর্ণাটক, কঙ্কন ও গোয়াতে।বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় কর্ণাটক ও কেরালায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ, ছত্রিশগড়, সিকিম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এ।শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় কর্ণাটক ও কেরালাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস ছত্রিশগড়, উত্তরবঙ্গ সিকিম এ। শনিবার ভারী বৃষ্টি হবে ছত্রিশগড় উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এ রবিবার অন্ধ্র প্রদেশ উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ, সিকিম, ছত্রিশগড়, ওড়িশা, অসম, মেঘালয় গুজরাট ও কর্ণাটক উপকূলে।