ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের ৫৫ তম বার্ষিক সভা

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের ৫৫ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো এক পাঁচ তারা হোটেলে সেই সভায় বক্তব্য রাখছে মন্ত্রী তপন দাসগুপ্ত । এই সভায় আর যারা ছিল তারা হলো ডক্টর প্রদীপ কুমার মজুমদার, Smt. Atamika Bharati, Director of Agricultural Marketing, তরুণ কান্তি ঘোষ, প্রেসিডেন্ট (WBCSA), রাজেশ কুমার বনসল, ভাইস প্রেসিডেন্ট । তপনবাবু তার সংক্ষিপ্ত বলেন আমি জানি আপনাদের অনেক সমস্যা আমার দপ্তরের সেদিকে নজর আছে রাজ্যের অনেক সমস্যা আছে তার মধ্যে প্রাকৃতিক দুর্য্ক আর একটা সমস্যা আমি আশাকরি এর থেকে বেরিয়ে আসব । মজুমদারবাবু তাদের নানা সমস্যা তুলে ধরলেন ।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আলুর দাম এ বছর কিছুটা বেশি হলেও কয়েকদিনের মধ্যে কমে যাবে নতুন আলু বাজারে আসতে আরম্ভ করেছে ।

