জোড়া ঘূর্ণাবর্ত! আজও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: আজও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। দিনভর মেঘলা আকাশ। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় পরিস্থিতির উন্নতি। সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ গয়া থেকে ফারাক্কা হয়ে বাংলাদেশ ও অসমের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আজও বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্যে।তবে উত্তরবঙ্গে আজ বৃষ্টি কমবে। বিক্ষিপ্ত বৃষ্টি দু’এক জায়গায় হতে পারে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রবিবার আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার থেকেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হবে। অসম ও মেঘালয়ে সপ্তাহান্তে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এর প্রভাবে উত্তরবঙ্গের নদীর জল স্তর আবার বাড়তে পারে।মৌসুমী অক্ষ রেখা নিচের দিকে নেমে আসায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দুপুরের পর বেশ কিছু জেলায় পরিস্থিতির উন্নতি। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ বা কখনও আংশিক মেঘলা। দু’এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না-হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ থেকে ৯৮ শতাংশ৷ গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১১.৬ মিলিমিটার।মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ হিমালয়ের কাছাকাছি এলাকায় অবস্থিত। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অসমের উপর। পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাত। এই সিস্টেমগুলির প্রভাবে আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।রবিবার অতি ভারী বর্ষণের সর্তকতা আসাম ও মেঘালয় এ। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, কর্ণাটক তামিলনাডু, এবং পুদুচেরিতে।