ওয়েস্ট বেঙ্গল নার্সের এসোসিয়েশনের স্বাস্থ্য ভবন অভিযান

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল নার্সের এসোসিয়েশনের স্বাস্থ্য ভবন অভিযান আগামী ২৪সে সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জানালেন সাধারণ সম্পাদক গীতা দে কেন নার্সরা অভিযানে সামিল হচ্ছে ১৫ দফা দাবি : রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ দ্রুত প্রকাশ / সি এইচ ও পদে অন্তত নিয়োগ ৫০% হেল্থ এসিস্টেন্ট ও সুপারভাইজার (ফিমেল) করতে হবে. জমায়েত হবে. জমায়েতের স্থান – বৈশাখীমল.

