লতা মঙ্গেশকরের সুরেলা কন্ঠের জাদুতে উজ্জ্বল হয়েছে দেশের নাম, বদলেছে ভালবাসার সংজ্ঞাও

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: ১৯২৯, ২৮ সেপ্টেম্বর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্ম হয়েছিল ৷ সারা পৃথিবীজুড়ে লক্ষ লক্ষ অনুরাগী রয়েছে তাঁর ৷ সেই ছোট্টবেলায় সঙ্গীতের জগতে পা রেখেছিলেন, একের পর এক সুপারহিট গানে নিজের এক আলাদা পরিচিতি সৃষ্টি করেছেন ৷ দশকের পর দশক ধরে দর্শকদের ভাললাগার একটি আলাদা মাত্রা ধার্য করেছেন, সুরেলা গান উপহার দিয়েছেন তিনি দেশবাসীকে ৷ তাঁর বর্ণময় সঙ্গীত জীবনের টুকরো টুকরো ঘটনা জীবনকে সমৃদ্ধ করে ৷ তিনি এতটাই গুণী শিল্পী ছিলেন যে তাঁর পছন্দ মত গান লিখতেন গীতিকারেরা, তেমনই একটি গান লেখা হয়েছিল লতার পছন্দের ছবির নাম কিনারা ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল, ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী ৷তারপরে গানটি বহু মানুষের ভাললাগার সীমা অতিক্রম করেছিল, গানটি ছিল নাম গুম জায়েগা ৷ এই গানটি লতা মঙ্গেশকরের অন্যতম পছন্দের গান ৷ এই ছবির প্রযোজক গুলজার গানটির রচয়িতাও ছিলেন ৷ এই গান সম্পর্কে লতা মঙ্গেশকরের ব্যক্তিগত অভিব্যক্তি পাওয়া গিয়েছে, লতা জানিয়েছিলেন ‘এই গান ঠিক যতখানি আমার মনের কাছাকাছি ঠিক ততখানি সায়গল সাহেবেরও, মুকেশ ভাই ও কিশোরদার জন্যও একই অনুভূতি ৷’লতা মঙ্গেশকর সম্পর্কে যতখানি বলা যায় ততখানি কম ৷ কেননা দশকের পর দশক ধরে তিনি নবীন ও প্রবীণ শিল্পীদের সঙ্গে নিজের সুরেলা গলায় গান গেয়েছেন, সৃষ্টি করেছেন ইতিহাস, নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন ফের গড়েছেন অন্য রেকর্ড, তিনি যেন স্বয়ং তাঁর তুলনার পাত্রী ৷ একদিকে মুকেশ, মহম্মদ রফি, কিশোর কুমার, মহেন্দ্র কাপুর, সুরেশ ওয়াদেকর, যেমন রয়েছেন তার পরবর্তী কালে অমিত কুমার, কুমার শানু, উদিত নারায়ণ, সনু নিগমের সঙ্গে দুর্দান্ত গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন ৷ বিখ্যাত সুরকার থেকে গীতকার, নির্দেশক, প্রযোজকের সঙ্গে কাজ করেছেন ৷ দাদা সাহেব ফালকে, পদ্মশ্রী, পদ্মবি ভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন ৷ এমনকি ভারতীয় সঙ্গীতে অনবদ্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নতে ভূষিত করা হয়েছে লতা মঙ্গেশকরকে ৷তাঁর ভক্ত বা অনুরাগীরা সারা পৃথিবীজুড়ে বিস্তৃত, তাঁর সামনে হার মেনেছে সময়ের গণ্ডি ৷ তাঁর অনবদ্য শিল্প সৃষ্টিতে বদলেছে ভালবাসার, ভাললাগার অর্থ ৷ আজ তাঁর ৯১ তম শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা, সুস্থ ও স্বাভাবিক থাকুন ৷ ভাল থাকুন ৷

