অবিশ্বাস্য! পরীক্ষার মাঝে প্রসব যন্ত্রণা, ছেলের জন্ম দিয়ে ফিরে এসে ল’ পরীক্ষা শেষ করলেন মা!

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: এমন ঘটনা একেবারই বিরল৷ তাই শুনলে যেন নিজের কানকেই বিশ্বাস করা যায় না৷ পরীক্ষার মাঝে প্রসব যন্ত্রণা শুরু হল এক মহিলার৷ ছেলের জন্ম দিয়ে ফিরে এসে শেষ করলেন পারীক্ষা! এতটাই মনের জোর সদ্যোজতের মায়ের৷আইনের ছাত্রী এই মহিলা৷ নাম ব্রায়েনা হিল৷ থাকেন শিকাগোতে৷ লয়োলা ইউনিভার্সিটি অফ শিকাগো ল’ স্কুলের ছাত্রী তিনি৷ পরীক্ষা হওয়ার কথা ছিল জুলাইয়ে৷ কিন্তু করোনার জন্য তা পিছিয়ে যায়৷ সেই সময় সন্তানসম্ভবা ছিলেন ব্রায়েনা৷ তবে বুঝতে পারেননি যে পরীক্ষার মাঝেই উঠবে প্রসব যন্ত্রণা৷প্রথমদিনের পরীক্ষা শুরু হওয়ার পর তিনি ধীরে ধীরে যন্ত্রণা অনুভব করতে শুরু করেন৷ পরীক্ষার প্রথম সেকশনটি যখন হয়ে যায় তখন তিনি দেখেন যে প্রসবের সময় এসে গিয়েছে, কারণ জল ভাঙতে শুরু করেছে ততক্ষণে৷তড়িঘড়ি ব্রায়েনা ডেকে নেন তাঁর স্বামী, মা ও দাইমাকে৷ পরীক্ষার দ্বিতীয় ভাগ তখনও বাকি ছিল৷ সেটা শেষ করার পর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সেখানে ৫ ঘণ্টা পর, পুত্রসন্তানের জন্ম দেন তিনি৷সন্তান প্রসবের পর অনেকটা স্বস্তিতে ব্রায়েনা৷ তিনি বলছেন যে, পরীক্ষার সময় পিছিয়ে পড়াতে চিন্তা ছিল৷ যেহেতু গর্ভবতী ছিলাম তাই অনেক সময় ভাবতাম যে পরীক্ষা হয়ত দিতে পারব না বা পরীক্ষা ও সন্তান জন্মের সময়টা মিলে যাবে৷ আপাতত সন্তান জন্ম দেবার পর আমি মানসিকভাবে অনেকটাই হাল্কা বোধ করছি৷ এবার শান্তি মনে পরীক্ষা শেষ করতে পারব৷পরীক্ষার দ্বিতীয় ও শেষদিন তিনি হাসপাতাল থেকেই দেন৷ ল’বোর্ড সেই অনুমতি দেন তাঁকে৷ খালি ঘরে তিনি পরীক্ষা দেন এবং মাঝে মাঝে এসে সদ্যোজাতকে স্তন্যপান করিয়ে দেন ব্রায়েনা৷ ধন্যি এই মেয়ে, থুড়ি মা!