বিশ্বপরিবেশ দিবসকে মাথায় রেখে ২রা জুন এক বর্ণাঢ্য পদযাত্রা করে শিবপুর সৃষ্টির পক্ষ থেকে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : আগামী ৫ ই জুন, বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে আজ হাওড়ার শিবপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ শিবপুর সৃষ্টির ‘ উদ্যোগে অনুষ্ঠিত হল একটি পদযাত্রা।যার প্রধান উদ্দেশ্য ছিল সবুজ বাঁচানো ও জনগনকে সচেতনতা করা।অনুষ্ঠানের সূচনা করেন এভারেস্ট বিজয়ী মলয় মুখোপাধ্যায়ের মহাশয়,প্রধান অতিথি হিসেবেও তিনি ও চিকিত্সক ডাঃ নিশীথ রঞ্জন চৌধুরী ও আরও অনেকেই। এই পদযাত্রা অনুষ্ঠানে সামিল হয়েছিল আরও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা যেমন-ভরসা,বন্ধু,যাযাবর,প্রয়াস,পরিযায়ী ও মর্নিং আইকন।অনুষ্ঠান শুরু হয় শিবপুর সৃষ্টির কার্যালয়ের মাঠ প্রাঙ্গন থেকে নেতাজী সুভাষ রোড হয়ে নতুন রাস্তা ধরে ডুমুরজলা সেটডিয়ামের দিয়ে পুনরায় সৃষ্টি কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে শেষ হয়।পদযাত্রা অনুষ্ঠানে লোকজন বেশ স্বতঃস্ফূর্ত ভাবেই অংশগ্রহণ করেছে।পদযাত্রার শেষে প্রায় ২৫০ টি গাছ বিতরন মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।

