বিশ্ব ঘুম দিবস পালিত হবে ১৫ই মার্চ এটা ১২তম ঘুম দিবস

সত্যজিৎ চক্রবর্তী  খাবার ২৪ : মঙ্গলবার ১২ই মার্চ কলকাতা প্রেস ক্লাবে বিশ্ব ঘুম দিবস সাংবাদিক সম্মেলন হলো বিশ্ব ঘুম সোসাইটির পক্ষ থেকে এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডঃ সৌরভ দাস এম বি বি এস এমডি ডি এন বি সি সি এম এব্বং উত্তম আগরওয়াল ড এল ও ডি এন বি ঘুম না হবার অনেক উপসর্গ আছে মানুষ যদি সেই উপসর্গ গুলি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তা পালন করে তাহলে ভালো তাতে তার ঘুমের ব্যাঘাত ঘটবেনা এটাই দুই ডাক্তারে পরামর্শ এবার শুনুন ডাক্তাররা কি বলছে.