জি বাংলা ফুটবল লীগের সেমি ফাইনাল খেলা আজ মোহন বাগান মাঠে হবে

সত্যজিয় চক্রবর্তী খবর ২৪ : জি বাংলা লিগ শুরু ১৬টি জেলার দল নিয়ে চূড়ান্ত পর্যায় চারটি দল নিয়ে সেমিফাইনাল হবে দুটি কলকাতার দল ও দুটি অন্য জেলার দল এবার দেখা যাক কোন দল বিজয়ী হয় কার হাতে ওঠে ৫০ লখ ও 30 লক্ষ সেমিফাইনাল খেলা হবে মোহনবাগান মাঠে 21 জুন. খেলবে যে চারটি দল মোহনবাগান ইস্টবেঙ্গল আরিয়ান ও এডামস ইউনিভার্সিটি চূড়ান্ত খেলা হবে ২৩সে জুন রবিবার. সেদিন মাঠে থাকবে সৌরভ গাঙ্গুলি প্রাক্তন ক্যাপ্টেন ইন্ডিয়ান ক্রিকেট টিম ও গায়ক অনুপম রায় এবং জি বাংলার কলাকুশলীরা.